সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, অল্পের জন্য রক্ষা বহু প্রাণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সিলেটে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ২৫ যাত্রী। সোমবার (৮ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের (সাত মাইল) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি বাস।

তাৎক্ষণিক ৭ এপিবিএন’র সদস্যদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ২৫ যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ৭ এপিবিএন’র মিডিয়া কর্মকর্তা এএসআই মোহাম্মদ পাবেল।

বিজ্ঞাপন

জানা যায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার (সাত মাইল) এলাকার ৭ এপিবিএন’র সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক ৭ এপিবিএন’র সদস্যরা বাসটির যাত্রী, ড্রাইভার ও সুপাইভারকে উদ্ধার কাজ শুরু করে।

এরই মধ্যে ৭ এপিবিএন’র কন্ট্রোল রুম থেকে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে উদ্ধার কাজে যোগ দেয়। এতে করে অল্পের জন্য বাসে থাকা ২৫ যাত্রী প্রাণে রক্ষা পান।

এএসআই মোহাম্মদ পাবেল জানান, এ ঘটনায় কেউই বড় ধরণের আঘাতপ্রাপ্ত হননি, সবাই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে চলে গেছেন।