নরসিংদীতে রেলে কাটা পড়া এক ব্যক্তির পরিচয় শনাক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

নরসিংদীতে রেলে কাটা পড়া এক ব্যক্তির পরিচয় শনাক্ত

নরসিংদীতে রেলে কাটা পড়া এক ব্যক্তির পরিচয় শনাক্ত

নরসিংদীর রায়পুরা উপজেলার মিথিকান্দা এলাকায় রেলে কাটা পড়ে নিহত হওয়ার এক ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। পরিচয় পাওয়া ব্যক্তির নাম পরিমল সূত্রধর (৮৬)। তিনি নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার সুরেন্দ্র সূত্রধরের ছেলে।

র‍্যার-১১ সিপিআরসি তথ্য প্রযুক্তির ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করেন।

বিজ্ঞাপন

সোমবার (০৮ জুলাই) বেলা সাড়ে এগারোটায় জেলার রায়পুরার মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন শ্রীরামপুর রেলক্রসিং এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পরিমল সূত্রধরের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তখন অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। পরবর্তীতে র‍্যাব-১১ এর সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এর পরিচয় শনাক্ত করে।

এর আগে নিহত ৫ ব্যক্তিরএখনো পর্যন্ত কোনো পরিচয় শনাক্ত হয়নি বলে জানায় রেলওয়ে পুলিশ।

উল্লেখ্য, নরসিংদীর রায়পুরায় আজ সকালে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়। সকাল আটটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ভোর পৌঁনে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনে কাটা পড়ে তারা।