তুরাগ নদে ভাসমান জুয়ার আসর, গ্রেফতার ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

তুরাগ নদে ভাসমান জুয়ার আসর, গ্রেফতার ৪

তুরাগ নদে ভাসমান জুয়ার আসর, গ্রেফতার ৪

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে ভাসমান জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) বিকেলে উপজেলার খালপাড়, নামাশুলাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন।

বিজ্ঞাপন

এসময় ভাসমান জুয়ার বোট থেকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার চিতেশ্বরী এলাকার মঈন হোসেনের ছেলে রুবেল (৩৩), পলাশতলী এলাকার কাঞ্চন মিয়ার ছেলে শাহাদাত (২৮), একই এলাকার খোকন মিয়ার ছেলে জুয়েল (৩৮ ) ও শহিদুল আলমের ছেলে আলামিন (৩৪) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তুরাগ নদীতে দীর্ঘদিন ধরেই ভাসমান জুয়ার আসর পরিচালনা করছিল চক্রটি। এমন সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল উপজেলার খালপাড়, নামাশুলাই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতে টের পেয়ে জুয়ারিরা নদীতে ঝাপিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের পিছু নিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষটি নিশ্চিত করে বলেন, গোপন তথ্য পেয়ে আমাদের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্ব সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।