বরগুনায় ৮ কেজি গাঁজাসহ নারী আটক
বরগুনায় ৮ কেজি গাঁজাসহ মোসাম্মৎ কাকলি আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) রাত আটটার দিকে বরগুনা-নিশানবাড়িয়া রুটে ক্রোক স্লুইজ এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। তিনি জানান,
আটককৃত, মোসাম্মৎ কাকলি (৩২) এম, বালিয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামের বেল্লাল বয়াতির স্ত্রী।
বরগুনা সদর থানার, অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বার্তা২৪. কমকে বলেন, আমারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক চালান হবে, সেই খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করি, ৮ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।