আন্ডারকাভার অপারেশনে প্রশ্নপত্র ফাঁস রোধ করবে র‍্যাব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক/ছবি:বার্তা২৪

র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক/ছবি:বার্তা২৪

প্রশ্নপত্র ফাঁস রোধে সাইবার পেট্রোলিং ও আন্ডারকাভার অপারেশন করা হবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

বুধবার (৩০ জনুয়ারি) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক ।

বিজ্ঞাপন

বেনজীর আহমেদ বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে ইতিমধ্যে আমরা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা নজরদারি চলছে। পাশাপাশি আন্ডারকাভার অপারেশনসহ সাইবার পেট্রোলিংয়ে কাজ শুরু করবে র‍্যাব।

বেনজীর আহমেদ আরো বলেন, গত বছর ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ আমরা মোট ১২৮ জনকে প্রশ্ন ফাঁসের মতো ঘৃণিত অপরাধের দায়ে গ্রেফতার করেছি।

বিজ্ঞাপন

এবার আমি অভিভাবকদের আহবান করবো, তারা যেন কোনোভাবেই এই ফাঁদে পা না দেন। অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় আনতে র‍্যাব কোন আপোষ করবে না।

এলিট ফোর্সের এই মহাপরিচালক বলেন, প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রে র‍্যাব সদস্যরা ভিজিট করবে। কারো কাছে যদি প্রশ্ন ফাঁসের অগ্রিম তথ্য থাকে। তারা যেন আমাদেরকে দিয়ে সহযোগিতা করেন। শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেন।