সহিংসতাকারীদের ফুটেজ দেখে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: ক্ষতিগ্রস্ত মাদারীপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ছবি: ক্ষতিগ্রস্ত মাদারীপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সহিংসতায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এখনতো অত্যাধুনিক যুগ। খুব জনগণের সাক্ষীর প্রয়োজন হয় না। ফুটেজ দেখে অপরাধী চিহ্নিত করা যায়।

শনিবার (২৭ জুলাই) দুপুরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মাদারীপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী হামলায় ক্ষতিগ্রস্ত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধাদের অফিস, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজ, মস্তফাপুর পুলিশ বক্স, সার্বিক পাম্প ও সার্বিক বাস ডিপো, মুক্তিযোদ্ধা পৌর অডিটোরিয়াম, শহরের লঞ্চঘাট এলাকার ১ নম্বর পুলিশ ফাঁড়ি ও জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এর আগে মন্ত্রী মাদারীপুর রাজৈরের টেকেরহাটে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামাত-শিবির, বিএনপি-ছাত্রদল স্বাধীনতা বিরোধীরা এত শক্তি কোথায় পেল। এটা আমাদের খুঁজে দেখতে হবে। যেখান থেকেই হোক যত বড় শক্তিশালী হোক আইনের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে।

রাজৈর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।