পাহাড়িদের কোটায় অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে সংবিধানের আলোকে কোটা সুবিধার অন্তর্ভুক্ত করার দাবিতে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিতি ছিলেন চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মোট জনসংখ্যার ৫১ শতাংশ বাঙালি হলেও শিক্ষার হার মাত্র ২৩ শতাংশ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। পাহাড়ের বসবাসরত বাঙালিরা পিছিয়ে থাকলে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে।

বিজ্ঞাপন

তাই পাহাড়ে বসবাসরত জনসংখ্যা অনুপাতে পার্বত্য চট্টগ্রামের জন্য প্রদত্ত কোটাকে পুনঃবণ্টনের জোর দাবি জানান তারা।