কোটা আন্দোলন: ডিএমপিতে ৫৩ হত্যা মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএমপি

ডিএমপি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত রাজধানীতে ৫৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পুলিশসহ ভুক্তভোগীর পরিবার বাদি হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপিতে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৫৩টি হত্যা মামলা দাযের করা হয়েছে।
কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত বিভিন্ন থানায় ২৬৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৮৫০ জনের মতো গ্রেফতার করা হয়েছে। তবে কোনো সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে না।

বিপ্লব কুমার বলেন, নাশকতা ও সহিংসতায় যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ কোনো মানুষকে হয়রানি করা হচ্ছে না।

বিজ্ঞাপন