সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় মারুফ আহমদ সিফাত (৩৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মারুফ আহমদ সিফাত (৩৫) সিলেট নগরীর কাজীটুলা উঁচা সড়ক এলাকার মৃত আজগর আলীর ছেলে।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় বাইসাইকেল চালক শিফাতকে প্রাইভেটকার ধাক্কা দেয়। পরে উত্তেজিত জনতা গাড়িটি আটক করেন এবং ভাঙচুর করেন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত ইনচার্জ জাফর ইমাম।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।