নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের, চালক-হেলপার আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের, চালক-হেলপার আটক

নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের, চালক-হেলপার আটক

নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালের দিকে দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের শিবরামপুর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাইফুল ইসলাম শিবরামপুর মাদ্রাসা মোড়ের আছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

জানা যায়, সকালে রাস্তার পাশে সাইকেল রেখে তার ধানের জমিতে সার দিতে যান তিনি। সার দেয়া শেষ করে সাইকেলের নিকট পোঁছানোর মাত্র একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে উল্টে পড়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকের চালক উপজেলার খাজুর ইউনিয়নের দক্ষিণওড়া নিচপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জুয়েল (৩৯) ও হেলপার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের নাজমুল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেনকে (৪২) আটক করে গণধোলাই দেয় এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি পাপ্ত) মো. গাজীউর রহমান পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদসহ থানার বিভিন্ন অফিসার ও জেলা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।