১৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন চট্টগ্রাম নগরীর একাংশ
বিদ্যুতের লাইনে গাছ ভেঙে পোল উপড়ে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় ১৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যুৎ গেলেও রাত ১২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ খুলশীর অধীন অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি।
এদিকে সকাল থেকে এসব এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক ফোনে চার্জ থেকে শুরু করে পানি ওঠানোসহ নানা সমস্যায় পড়ছেন। কারও কারও ফ্রিজে রাখা খাদ্য নষ্ট হয়েছে।
এমন এক ভুক্তভোগী লালখানবাজার সরকারি অফিসার্স কলোনির বাসিন্দা সেতেরা বেগম। তিনি জানান, সকাল ১০টায় যাওয়া বিদ্যুৎ প্রায় ১৪ ঘণ্টায়ও আসেনি। বিভাগের পূর্ব ঘোষণা না থাকায় কোন প্রস্তুতিও ছিল না। বাসায় শিশুদের নিয়ে বেকায়দায় পড়েছি। ঘুমানোর মত পরিবেশ নেই। ফ্রিজে রাখা মাছ-মাংসও নষ্ট হয়ে যাওয়ার পথে!
ওয়াসা মোড়ের হাইওয়ে সোসাইটির বাসিন্দা মহিউদ্দিন জুয়েল বলেন, সকাল থেকে অনেকবার বিদ্যুৎ আসা যাওয়া করেছে। বিকেল চারটার পর বিদ্যুৎ গেছে, আর আসেনি। একদিকে মশার উৎপাত। অন্যদিকে অন্ধকারে মারাত্মক ভোগান্তিতে আছি। কখন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সেটাও জানতে পারছি না।
শুধু বাসাবাড়িতে নয়, ওই এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও নানা সমস্যায় পড়তে হয়েছে দিনভর। বন্ধ ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও।
এদিকে লাইনে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া সংযোগ মেরামতে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালন ও সংরক্ষণ সার্কেল (পূর্ব) চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক কুমার চৌধুরী।
তিনি বলেন, নগরীর জাকির হোসেন সড়কে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে পোল উপড়ে গেছে। এজন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মেরামতের জন্য তাদের টিম কাজ করছে। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে সংযোগ স্বাভাবিক হয়ে যাবে।