চট্টগ্রামে বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের মিছিল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের মিছিল, ছবি: আনিসুজ্জামান দুলাল

চট্টগ্রামে বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের মিছিল, ছবি: আনিসুজ্জামান দুলাল

চট্টগ্রামে সকাল থেকেই চলছে থেমে থেমে বৃষ্টিপাত। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর সেই বৃষ্টি বেশ জোরেশোরেই নামে। সেই বৃষ্টির মধ্যেই নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন কোটা আন্দোলনকারীরা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ের দিকে যান।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি 'প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল'-এর ডাক দেন।

বিজ্ঞাপন

তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সাংস্কৃতিককর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নেন। মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

আন্দোলনকে ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। আন্দরকিল্লা মোড়ে পুলিশের সামনে গিয়ে অনেকেই 'ভুয়া, ভুয়া' স্লোগান দেন তারা। তবে পুলিশ ছিল শান্ত। প্রায় আধাঘণ্টা আন্দরকিল্লা মোড়ে জমায়েতের পর মিছিল নিয়ে তারা লালদীঘি ময়দানের দিকে চলে যান। সেখান থেকে পরে নিউমার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিজ্ঞাপন