বার্তা২৪.কম'র সাংবাদিক আহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিক মুশাহিদ আলী

সাংবাদিক মুশাহিদ আলী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রাবার বুলেটে আহত হয়েছেন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কম'র সাংবাদিক (স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট ) মো. মশাহিদ আলী। 

শুক্রবার (০২ আগস্ট) সিলেট নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
মাথায় গুলিবিদ্ধ হন সাংবাদিক মুশাহিদ আলী

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টার দিকে একটি মিছিল সুরমা থেকে শাবিপ্রবির প্রধান ফটক গিয়ে আবার সুরমা যাওয়ার সময় পেছন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে।

এসময় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সাংবাদিক মশাহিদ আলীর মাথায় রাবার বুলেট লেগে আহত হন।

বিজ্ঞাপন

পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, পুলিশ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে বেশ কয়েকজন নারী শিক্ষার্থীসহ প্রায় শতাধিক আহত হয়েছে। এছাড়া ৮ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাস্তা ব্লক করে আন্দোলনের সময় শিক্ষার্থীরা হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় ৮ জনকে আটক করা হয়েছে।