সাতক্ষীরায় ১৪ লক্ষ টাকার গহনাসহ চোরাকারবারি আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভারত থেকে পাচার করে দেশে আনার পথে নয় কেজি ৫শ ৫০ গ্রাম রূপার গহনাসহ আশরাফুল গাজি (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। যার মূল্য ১৪ লাখ ৩ হাজার ৮শ ৫০ টাকা।  

শুক্রবার (০২ আগস্ট) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সাতক্ষীরার বালিয়াডাঙ্গা এলাকা দিয়ে ভারত থেকে রূপার গহনার একটি চালান অবৈধপথে বাংলাদেশে আসবে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার মো. কামরুজ্জামান এর নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এসময় ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে আসা কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের মৃত অসির গাজির ছেলে আশরাফুল গাজিকে (৩৫) চ্যালেঞ্জ করে অভিযান পরিচালনাকারী দলটি। পরবর্তীতে ওই ব্যক্তির মোটরসাইকেলটি তল্লাশি করে নয় কেজি ৫শ ৫০ গ্রাম রূপার গহনা উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের ও জব্দকৃত রূপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন