মৃত্যু এত সহজ কেন, প্রশ্ন অভিভাবকদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

‘সন্তানের পাশে অভিভাবক’ ব্যানারে এই মানববন্ধন করেন অভিভাবকবৃন্দ

‘সন্তানের পাশে অভিভাবক’ ব্যানারে এই মানববন্ধন করেন অভিভাবকবৃন্দ

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে সহিংসতায় দুইশরও বেশি মৃত্যুতে ক্ষোভ জানিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন অভিভাবকরা।

শনিবার (৩ আগস্ট) সকালে ‘সন্তানের পাশে অভিভাবক’ ব্যানারে এই মানববন্ধন করেন অভিভাবকবৃন্দ।

বিজ্ঞাপন

এসময়, অভিভাবকরা কোটা সংস্কার আন্দোলনে গিয়ে শহীদ হওয়াদের ছবি দিয়ে বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন। যেখানে তারা প্রশ্ন রেখে বলেন, মৃত্যু এত সহজ কেন?

এর আগে, শুক্রবার (২ আগস্ট) রাত ৮টায় ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ ঘোষণা দেন যে, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন করা হবে।

বিজ্ঞাপন