আফতাবনগর গেটে জড়ো হচ্ছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নয় দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে রামপুরা আফতাবনগর গেটে অবস্থান নিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে আফতাবনগর গেটে এসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, দাবি আদায়ে তাদের আন্দোলন চলবে। আমাদের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা আসছে। সবাই আসলে আমরা বিক্ষোভ মিছিল শুরু করবো।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যর উপস্থিতি দেখা গিয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম বলেন, আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আন্দোলনকারী যেসকল শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। আমরা বলেছি আপনারা কেন লাঠিসোটা হাতে নিয়েছেন। আমরা বলেছি পুলিশের হাতে যা দেখছেন সেগুলো আপনাদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। আপনারা এগুলো ফেলে দেন। আমরা গতকালও সহনশীল ছিলাম। আজও বেশী সহনশীল থাকব। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন তারাও শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে।