‘দেশে রক্তপাত নয়, শান্তি চাই’
‘আমরা শান্তির পক্ষে, সন্ত্রাসীর বিপক্ষে। আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সমর্থন করি। এখন যে দাবিগুলোর কথা বলা হচ্ছে, সেজন্য সরকারকে সময় দিতে হবে। আমরা চাই এদেশে শান্তি ফিরে আসুক। একটা অশুভ শক্তি এসে দেশকে দখল করার চেষ্টা করছে। আমরা আর কোনো রক্তপাত চাই না বলে জানিয়েছেন শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজের উদ্যোগে আয়োজিত নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সুপরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন কলেজের চিকিৎসকরা এসব কথা বলেছেন।
শান্তি সমাবেশে চিকিৎসকরা বলেন, কিছু গোষ্ঠী জ্বালাও-পোড়াও করে দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। আমরা সকল শান্তিকামী চিকিৎসক ও নার্সরা দেশে শান্তি চাচ্ছি। কোটা বাতিল হোক এবং সংস্কার হোক সেটা আমরা চাই। আমরা সবাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একমত। এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও রক্তক্ষরণ হয়।
আরও বলেন, ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে একটা গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করছে। মৌলবাদীদের উত্থান এদেশে হতে দেওয়া যাবে না। জামায়াত-শিবির নিষিদ্ধ হয়েছে, এজন্য তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মিশে দেশকে হিংসাত্মকের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আজকে যারা শ্রীলঙ্কার, পাকিস্তানের মতো নিয়ে যেতে চাই আমরা তাদের বিরোধিতা করছি।
শান্তি সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. দীন মোহাম্মদ নুরুল হক, ঢাকা ডেন্টাল কলেজের পরিচালক অধ্যাপক বোরহান উদ্দিন হাওলাদারসহ প্রায় শতাধিক ডাক্তার ও নার্স উপস্থিত ছিলেন।