আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আটক সাধারণ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ আগস্ট) সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন।

বিজ্ঞাপন

এসময় সরকার প্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই।

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো সংঘাত চান না বলেও জানান তিনি।