শহীদ মিনারে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা
দেশজুড়ে চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে আন্দোলনকারীরা।
শনিবার (৩ আগস্ট) বেলা ২টার আগ থেকে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন। বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।
নির্ধারিত সময়ের আগে থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন। দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ বেদীর সামনে সমবেত হন তারা। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।
এদিকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ আসতে দেখা গেছে এই সমাবেশে।
এর আগে গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা দেন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা