গাজীপুরের মহাসড়কে থমথমে পরিস্থিতি, বন্ধ যানবাহন চলাচল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কোটা সংস্কার ও নয় দফা দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আন্দোলনে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। হাজারও শিক্ষার্থীদের আন্দোলনে সকাল ১১টা থেকে বন্ধ রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল। আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থল ছাড়তে দেখা গেছে।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রীমোড় এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে ধীরে ধীরে আন্দোলন তীব্র হয়ে উঠে। এসময় মহাসড়কের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়কে বসে আন্দোলন চালাতে থাকেন। এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে রং দিয়ে প্রতিবাদী বাক্য লিখেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যে সরকারের হাতে আমাদের ভাইদের রক্ত সেই সরকারের পদত্যাগ চাই। আমার ভাই এর রক্তের প্রতিদান দিতে হবে। যতক্ষণ না এর বিচার হবে ততক্ষণ রাজপথ ছাড়ব না।