কুমিল্লায় আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লায় আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষ

কুমিল্লায় আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষ

কুমিল্লায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ও রেইসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

বিজ্ঞাপন

এরআগে সকালে নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের সামনে থেকে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীর পূবালী চত্বরে অবস্থান নেয়। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ কুমিল্লা পুলিশ লাইন্সে অবস্থান করে।

এদিকে শনিবার সকাল থেকেই কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন