সৈয়দপুরে পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশের পিস্তল উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর সৈয়দপুরে গত ১৮ জুলাই পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষের সময়ে পুলিশের দুইটি রাইফেল ও একটি পিস্তল ছিনিয়ে নিয়ে যায় আন্দোলনকারীরা। এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে রাইফেল দুটি উদ্ধার করে। তবে ১৪ দিন পরে শহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

শুক্রবার (২ আগস্ট) রাতে শহরের কুন্দল এলাকার সরকারি কলেজের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৮ জুলাই সৈয়দপুর শহরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়েন। এসময়ে আন্দোলনকারীরা পুলিশের সাথে থাকা দুইটি রাইফেল ও একটি পিস্তল ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে রাইফেল দুটি উদ্ধার করেন। তবে ছিনিয়ে নেওয়ার ১৪ দিন পরে গতকাল রাতে শহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কল্লোল রায় বার্তা২৪.কম কে বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়ে আন্দোলনকারীরা পুলিশের সাথে থাকা দুইটি রাইফেল ও একটি পিস্তল ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে রাইফেল দুটি উদ্ধার করেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পিস্তলটিও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন