গণহত্যার প্রতিবাদে প্রজন্ম সাংস্কৃতিক জোটের বিক্ষোভ সমাবেশ
ছাত্র সমাজের দাবি আদায়, নির্বিচারে গুলি ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রজন্ম সাংস্কৃতিক জোট।
শনিবার (৩ আগষ্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করেন তারা। এসময় ‘দফা, এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না‘ বলে শ্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, আমরা শিল্পী সংস্কৃতির মানুষ, নিজেদের গান গাওয়ার অধিকারও নেই আমাদের। এই দেশে মাথা উঁচু করে বাঁচার জন্য গণতান্ত্রিক অধিকার নেই। ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে মারার অধিকার নেই কারোর। সরকার নির্বিচারে সাধারণ মানুষ, ছাত্র ও শিশুদেরকে হত্যা করেছে।
এসব হত্যার অধিকার তাকে কে দিয়েছে বলে প্রশ্ন রাখেন সমাবেশকারীরা। সরকার কে স্বৈরাচার সম্বোধন করে সরকারের পদত্যাগ দাবি করেন তারা। সমাবেশের পর মিছিল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে তারা শহীদ মিনার অভিমুখে যায়।