সারিয়াকান্দিতে এক রাতে ছয় ট্রান্সফরমার চুরি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

সারিয়াকান্দিতে এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

সারিয়াকান্দিতে এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

বগুড়ার সারিয়াকান্দিতে বরেন্দ্র প্রকল্পের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। 

শুক্রবার (২ আগস্ট) গভীর রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালি এলাকা থেকে চাঁদ মিয়ার ৩টি ও রামনগর এলাকা থেকে শহিদুল ইসলামের ৩টি ট্রান্সফরমার চুরি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জমিতে পানি সেচের জন্য গভীর টিউবওয়েল স্থাপন করে।

শুক্রবার দিবাগত রাতে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত নৈশ প্রহরী সাব্বির হোসেন ও বিটল মিয়াকে হাত-পা বেঁধে রেখে গভীর টিউবওয়েলের বৈদ্যুতিক খুঁটি থেকে ৬টি ট্রান্সফরমার খুলে নিচে নামিয়ে ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।