ছেলের মনোবল বাড়াতে বই হাতে মিছিলে মা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে বনশ্রী ন্যাশনাল আইডিয়ালের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিলয় হাসান।
শনিবার (৩ আগস্ট) সকালে কোচিং শেষে ব্যাগ ভর্তি বই নিয়ে আন্দোলনে ছেলেসহ যোগ দিয়েছেন মা।
ছেলে যখন ব্যাগ ভর্তি বইয়ের ওজন চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন বইয়ের দায়িত্ব নেন মা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এমন মমতাময়ী দৃশ্য দেখা যায়।
সপ্তম শ্রেণি পড়ুয়া নিলয়ের মায়ের দাবি, ছেলের মনোবল চাঙ্গা রাখতে আজকে এই আন্দোলনে আমি যুক্ত। আমার নিলয় সকালে ঘুম থেকে ওঠেই না খেয়ে কোচিং গিয়েছিল। কোচিং থেকে বের হয়ে হঠাৎ মিছিল শুরু হওয়ায় আমরাও যুক্ত হয়েছি। ওর ব্যাগে বইয়ের ওজন বেশি হওয়া ব্যাগ ওর কাছে দিয়ে বই আমি হাতে নিয়েছি। এখন আমরা রামপুরা থেকে শহীদ মিনারে মিছিলে যাবো।
নিহত শিক্ষার্থীদের প্রতিবাদের বিক্ষোভ মিছিলটি রামপুরা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশে যাবে।