পায়ে হেঁটে-রিকশায় শহীদ মিনার যাচ্ছে আন্দোলনকারীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পায়ে হেঁটে-রিকশায় শহীদ মিনার যাচ্ছে আন্দোলনকারীরা

পায়ে হেঁটে-রিকশায় শহীদ মিনার যাচ্ছে আন্দোলনকারীরা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে কেউ পায়ে হেঁটে, রিকশা করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

শহীদ মিনারের উদ্দেশে টিএসসি এলাকা হয়ে পায়ে হেঁটে যাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। তারা বার্তা২৪.কমকে বলেন, আন্দোলনে আমাদের ভাই হত্যার বিচার চাইতে আজকে সমাবেশে যাচ্ছি। সেই কল্যাণপুর থেকে পায়ে হেঁটে আমরা রওনা হয়েছি। আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


ভিকারুননিসা কলেজের এক শিক্ষার্থী মায়ের সঙ্গে রিকশা করে শহীদ মিনার যাচ্ছেন। শিক্ষার্থীর মা বলেন, আমাদের সন্তানদের যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ জানাতে আজকে সমাবেশে যাচ্ছি।

বিজ্ঞাপন