বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তি এবং ৯ দফা দাবিতে হাজার হাজার ছাত্রজনতার স্বতস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শেষে বৃষ্টির মধ্যেই ভিজে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে।
শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবরোধ করে। এসময় সড়কে যানচলাচল বন্ধ থাকে। আন্দোলনে হাজার হাজার ছাত্রজনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নিয়েছেন। এরআগে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল স্বরণি সড়কে সমাবেশ করে।
কর্মসূচি চলাকালে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।
এদিকে, জেলার সখীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষ বাধলে পুলিশসহ অন্তত ১৫জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে।
টাঙ্গাইলের জেলা প্রশাসন মো. কায়ছারুল ইসলাম বলেন, 'পরিস্থিতি শান্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্যসহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।'