কাশিমপুর কারাগার থেকে ৫ এইচএসসি পরিক্ষার্থীকে মুক্তি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সংঘাত সৃষ্টির ঘটনায় গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে ৫ জন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি দেয়া হয়।

কারাগার সূত্র জানায়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ আশপাশের জেলা থেকে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে ৫ জন এইচএসসি পরিক্ষার্থী ছিল। সরকারি নির্দেশনা মোতাবেক তাদের জামিনের আদেশ হলে কাগজপত্র যাচাই-বাছাই বাছাই শেষে ওই পাঁচজন শিক্ষার্থীকে দুপুরে জামিনে মুক্তি দেয়া হয়। পরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ২ এর প্রধান ফটকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ২ এর সিনিয়র জেল সুপার সুব্রত বালা তাদের মুক্তির বিষয় নিশ্চিত করেন।