চট্টগ্রামে গ্রামেও ছড়িয়েছে আন্দোলন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে গ্রামেও ছড়িয়েছে আন্দোলন

চট্টগ্রামে গ্রামেও ছড়িয়েছে আন্দোলন

প্রায় একমাস ধরে চলমান কোটা আন্দোলন এতদিন চট্টগ্রামের মধ্যে শহরেই ছিল। তবে শনিবার (৩ আগস্ট) সেই আন্দোলন ছড়িয়েছে শহর থেকে গ্রামে-গঞ্জেও। জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

খবর নিয়ে জানা গেছে, গ্রামের মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। শনিবার দুপুরে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে বিক্ষোভকারীরা জড়ো হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে লোহাগাড়া সদরে যান।
সেখানে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্সে হামলা ভাঙচুর ও পরবর্তীতে আগুন দেন। তারা এমদাদিয়া মার্কেটে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও হামলা চালান। পাশাপাশি বিক্ষোভকারীদের একটি অংশ রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকে আক্রমণ করেন।

বিজ্ঞাপন

প্রায় ৫ ঘণ্টা ধরে আন্দোলন চললেও পুলিশ কোনো বাধা দেয়নি। আর আওয়ামী লীগের কেউও মাঠে ছিলেন না। তবে বিকেল ৪টার দিকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে পিছু হটে। সবশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্ষোভকারীরা লোহাগাড়া সদরে অবস্থান নিয়ে আন্দোলন করেন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌর এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। হাজারো মানুষ সমাবেশ করলেও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

পুলিশের চট্টগ্রাম জেলার মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব আরিফ হোসেন বলেন, জেলার লোহাগাড়া ও সীতাকুন্ডে বিক্ষোভ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। লোহাগাড়ায় বিক্ষোভের ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে কোনো হতাহত কিংবা আটকের ঘটনা নেই।