চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ মো. শহীদ (৪৫) এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
শনিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রাত সাড়ে ৮টায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে নেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পার্কভিউ হাসপাতালের একটি সূত্র গুলিবিদ্ধে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ অভিযান আব্দুল মান্নান মিয়া জানান, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তবে বহদ্দারহাটে পুলিশ কোনো গুলি ছোড়েনি দাবি করে পুলিশ এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বহদ্দারহাটের দিকে আসলে পুলিশ তাদের থামানো চেষ্টা করে। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।