হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে হবিগঞ্জে সংঘর্ষে রিপন শীল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও শতাধিক লোক আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল মোমিন উদ্দিন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

নিহত রিপন শীল হবিগঞ্জ শহরে আনন্তপুর এলাকায় রতন শীলের ছেলে। 

রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা সদরের টাউন হল রোডে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলে বিকেল সোয়া ৫টা পর্যন্ত আন্দোলনকারীরা টাউন হল রোডে সংসদ সদস্য আবু জাহির ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বাসা ঘেরাও করে ইটপাটকেল ছোড়েন।

আন্দোলনকারীরা সাবেক সংসদ সদস্য মজিদ খানের বাসার সামনের গ্যারেজে আগুন দেন। সেই সঙ্গে পাশের চারটি দোকান, মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশাসহ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত সংসদ সদস্য আবু জাহির তার বাসায় অবরুদ্ধ ছিলেন। এ রিপোর্ট লেখার পর্যন্ত সেনাবাহিনী তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।