প্রধানমন্ত্রীর কার্যালয়ও জনতার দখলে

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রীর কার্যালয়ও জনতার দখলে

প্রধানমন্ত্রীর কার্যালয়ও জনতার দখলে

গণভবনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখলে নিয়েছে ছাত্র-জনতা। দখলের পর সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার চেয়েও শ্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। এ সময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।

বিজ্ঞাপন

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয়। ঢাকার রাস্তা দখলে নিয়ে আনন্দ উল্লাস করে লাখো জনতা।

একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানায়, শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই সুযোগ পাননি।