ঢাকায় ফিরলেন ড. ইউনূস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড. ইউনূস

ড. ইউনূস

প্যারিসের অলিম্পিক থেকে দেশে ফিরছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, ড. ইউনূস গত ২১ জুলাই প্যারিস অলিম্পিকে যান। তিনি পৃথিবীর অলিম্পিকের তিন বিশেষ অতিথির একজন।

প্যারিস সফরকালে ভারতের দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক সুহাসিনী হায়দারকে এক সাক্ষাৎকার দেন ইউনূস। যেখানে তিনি বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দেন।

বিজ্ঞাপন

গত ২৬ জুলাই প্রকাশিত ওই সাক্ষাৎকারে ইউনূস বলেন, গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব। কারণ জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। রাষ্ট্র কেবল সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়।

ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে বেশ কিছু মামলা বিচারাধীন। এসব মামলা ঘিরে তার সঙ্গে সরকারের দূরত্বের কথাও নানা সময়ে আলোচনায় এসেছে। তবে ডয়েচে ভেলের এক সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, তিনি সরকারের দূরেরও না কাছেরও না।