শেখ হাসিনার পদত্যাগে ফেনীতে আনন্দ উল্লাস, ভাংচুর-অগ্নিসংযোগ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে উত্তাল হয়ে উঠেছে ফেনী। দুপুর থেকে চলছে আনন্দ উল্লাস। রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দল।
সোমবার (৫ আগস্ট) দুপুর ২টা থেকে শহরের আওয়ামী লীগ কার্যালয়, ফেনী পৌরসভা, দলীয় নেতাদের কার্যালয়, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরে উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি ইউনিয়নব্যাপী আওয়ামী লীগ কার্যালয় ও দলীয় নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দুপুর দেড়টার দিকে শহরের জহিরিয়া মসজিদের সামনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা পড়েন ছাত্র-জনতা। তারপর থেকে শহরজুড়ে জনতার বিজয় উল্লাস ওঠে। বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর হয়ে উঠে শহর। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে সর্বস্তরের জনগণ।
জানা গেছে, শহরের মাস্টারপাড়ায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বাড়ি, বাঁশপাড়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের কার্যালয়, পিটিআই স্কুল, ফেনী পৌরসভা, স্টেশন রোডের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ করছে। এছাড়া দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় অগ্নিসংযোগ-ভাংচুরের ঘটনা ঘটেছে।
এদিকে শহরের ন্যায় দুপুর থেকে জেলার উপজেলাগুলোতেও বিজয় উল্লাস ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
হাজারো মানুষের বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো শহরজুড়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা।