রংপুরে বিজয় উল্লাস-মিষ্টি বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রংপুরে বিজয় উল্লাস

ছবি: রংপুরে বিজয় উল্লাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন।

এ সংবাদ পাওয়ার পর সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে নগরীর শাপলা চত্বর, পায়রা চত্বর, লালবাগ চত্বর, পার্ক মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বর, মর্ডাণ মোড়, প্রেসক্লাব চত্বর, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, টাউন হল চত্বর, জিলা স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে সাধারণ মানুষজন। এ সময় তাদেরকে হাতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বিকাল থেকেই এই খুশির সংবাদে রংপুরে বিজয় মিছিল করছে আন্দোলনকারী ও সাধারণ জনগণ। এ সময় সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেতে দেখা যায়।

পরে শহরের জাহাজ কস্পানির মোড়সহ নগরীর বিভিন্ন সড়কে একত্রিত হয়ে বিজয় মিছিল ও উল্লাস করে সাধারণ জনতা ও আন্দোলনকারীরা৷ বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। এদিন জেলার বিভিন্নস্থানে আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ।

বিজ্ঞাপন

বিজয় মিছিল থেকে রংপুর নগরীরসহ জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সকল ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। পুরো শহরজুড়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে সরকারবিরোধী বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা।

এদিকে বিজয় মিছিলের স্লোগান থেকে রংপুরের রাজপথ প্রকম্পিত তখন রংপুর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর করেছে বিক্ষুদ্ধ জনতা।