সাতক্ষীরায় মন্দির পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা, ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থীরা শহরের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে রাত জেগে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যার পর থেকে সারা রাত জেগে বিভিন্ন উপজেলায় মন্দির পাহারা দিতে দেখা যায় তাদের।

বিজ্ঞাপন

জানা যায়, রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল শহরের সকল মন্দিরে যায়। তারা মন্দিরে দায়িত্বরত ও ধর্মগুরুদের সঙ্গে দেখা করে আশ্বাস দেন। এসময় শিক্ষার্থীদের একটি দল সেখানে পাহারার ব্যবস্থা করেন।

মন্দির পাহারারত ইমতিয়াজ আহমেদ নামের এক শিক্ষার্থী জানান, আমরা কোন ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না, শান্তি চাই। আমরা একসাথে বসবাস করতে চাই। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমাদের শিক্ষার্থীরা সারারাত জেগে পাহারা দিচ্ছে।

বিজ্ঞাপন

হিন্দু সম্প্রদায়ের সাগর জানান, মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে সারারাত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় সংঘাত চাই না।