বান্দরবানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বান্দরবানসহ সারাদেশে দুর্বৃত্তের হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) বেলা তিনটায় বান্দরবান শহরে মুক্তমঞ্চের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থীরা পতাকা হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ নেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বক্তব্য বলেন, কয়েক হাজার শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী থেকে দেশ স্বাধীন করে এনেছে। দেশের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। কিন্তু স্বৈরাচার মুক্ত করে দেশকে স্বাধীন করলেও তৃতীয় শক্তি দ্বারা লুটপাট, ভাঙচুরের যে ঘটনা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। এসব বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন করে না। তাই এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এক দফার দাবিতে ১৫ দিনের মাথায় দেশ ছেড়ে পালাতে হয়েছে। নিরপেক্ষ সরকার গঠন না হওয়ার পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখনো রাজপথ ছাড়েনি। দেশকে নিরোপেক্ষ সরকার গঠনের পর শিক্ষার্থীরা নিজের ঘরে ফিরবে। তাই অন্য কোনো রাজনৈতিক সংগঠন এই সুযোগ নিতে আসলে ১৫ মিনিটে পতন করা হবে বলেও হুশিয়ার দেন।
কোনো ধর্মে প্রতি আঘাত আনার চেষ্টা চালানোর পাশাপাশি দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা।