শুক্রবার শপথ নিবেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শুক্রবার শপথ নিবেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের গণমাধ্যম যোগযোগ সহকারী অনিক রায় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনি ময়মনসিংহ থাকতেই খবরটি জেনেছিলেন। কিন্তু ঢাকা থেকে কনফার্মেশন পেতে একটু সময় লেগেছে। মন্ত্রী পরিষদ সচিব মনে করেছিলেন তিনি হয়তো ঢাকায় আছেন। যখন তাকে খবরটি নিশ্চিত করা হয় তখন ময়মনসিংহ থেকে ঢাকা এসে শপথ নেওয়া সম্ভব ছিল না। তিনি ইতোমধ্যেই ঢাকা রওয়ানা হয়েছেন। সবকিছু ঠিক থাকলে শুক্রবার যে কোনো সময় তিনি শপথ নিবেন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। ২০২৩ সালের ২ জানুয়ারি তিনি অবসর নেন।
ডা. পোদ্দার ১৯৬৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলি হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন।
মনোচিকিৎসার পাশাপাশি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার লেখালেখির সঙ্গেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্ত্বত্ত, এপিকুরস, আধুনিকতা ও আমরা, সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ।