স্থিতিশীল নিত্যপণ্য, দাম কমেছে সবজির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে চলা অস্থিতিশীল পরিস্থিতির পর জনজীবনে ফিরতে শুরু করেছে স্থিতিশীলতা। সেই সঙ্গে নিত্যপণ্যের বাজারেও এসেছে স্থিতিশীলতা, কমেছে সবজির দাম।

সরেজমিনে শুক্রবার (৯ আগস্ট) কারওয়ান বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা বলছেন, সরকার পতনের অস্থিতিশীলতা কাটিয়ে স্থিতিশীল হচ্ছে দেশ। সেই সাথে পণ্যের সরবরাহও বাড়ছে। বাজারে দাম কমেছে সবজির। এছাড়াও সরকার পরিবর্তনের ফলে সড়ক-মহাসড়কে দিতে হচ্ছে না কোন চাঁদা যার প্রভাবও পড়ছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে।


এদিন কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা, পেয়াজ ১২০-১৩০ টাকা, আদা ২৮০-৩০০ টাকা, রসুন ২২০ টাকা।

বিজ্ঞাপন

কাচা সবজির মধ্যে কাঁকরোল ৭০ টাকা, পটল ৪০ টাকা, মরিচ ২৮০-৩০০ টাকা, চিচিঙ্গা ৬০-৭০ টাকা, ধুন্দল ৫০-৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, কচুরমুখী ৭০-৮০ টাকা, শসা ৬০-৭০ টাকা, গাজর ১২০ টাকা, ও টমেটো ১৬০-১৮০ টাকা, উস্তে ৭০-৮০ টাকা প্রতি কেজিতে বিক্রি হতে দেখা যায়।

এছাড়াও বাদামি মুরগির ডিম প্রতি ডজন ১৫০ টাকা, সাদা ডিম ১৪০ টাকা। এছাড়া ব্রয়লার মুরগি ১৭০ টাকা, পাকিস্তানি মুরগি ২৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।


কারওয়ান বাজার সবজি বিক্রেতা সামছুল আলম জানান, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছুটা কম। বাজারে সব সবজি আসছে বেশি ফলে আমরাও কম দামে পাচ্ছি, কম দামে ছেড়ে দিচ্ছি। আরেকটা কারণ হচ্ছে, গাড়ি দিয়ে মাল আনতে এখন ভাড়াও কম লাগছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সফিকুল ইসলাম বলেন, এই সপ্তাহে দাম কিছুটা কমই মনে হচ্ছে, টমেটো, গাজরের দাম কমেনি তবে পটল, কাকরোল, চিচিঙ্গার দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০ টাকা করে কম আছে। তবে নতুন সরকার আছে, সরকার যদি সব কিছু দেখে, চাঁদাবাজিটা কমায় তাহলে আমার মনে হয় দাম আরও কমবে। এখন সামনে দেখা যাক, তারা কতটা কি করতে পারে।