আইজ শীত পড়ছে, বাঁশিত কড়া সুর উঠব না



রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ), বার্তা২৪.কম
বাঁশি বিক্রেতা কদ্দুস। ছবি: বার্তা২৪.কম

বাঁশি বিক্রেতা কদ্দুস। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

‘আট বৎস্যর আগের কথা। ভাদ্র মাইস্যা চাঁদনী রাত। হেই রাইতে বাড়ির পেছনে ইশকুলের বারিন্দাত বইয়্যা একলা বাঁশি বাজাইতাছিলাম। হুট কইরা বিরাট আওয়াজ হইল। ওই সময় মনে অইল ইশকুলের পাশে থাহা কড়ই গাছটা ভাইঙ্গা পড়তাছে। মেলা ভয় পাইছিলাম। বুক ধড়ফড় করতে লাগলো। কিন্তু বাঁশি বাজানি থামাই নাই। বাঁশি বাজাইতে বাজাইতে বাড়িত আইয়্যা পড়ি। হেরপর অসুখে পইর‌্যা গেলাম। নাক-মুখ ফুইল্যা গেলো। এক হপ্তাহ কবিরাজি ওষুধ খাইয়্যা ভালা অইলাম। পরে খবর লইয়্যা জানলাম হেই রাইতে কড়ই গাছের কোনো ডাইল ভাঙে নাই। গাছটার ডাইলপালা ঠিকই আছে। হের পরের থেইক্যা আর রাইতের বেলা একলা বাঁশি বাজাই না।’

বার্তা২৪.কমের কাছে নিজের ৪০ বছরের বাঁশি বাজানো জীবনের একটি ভয়ার্ত অভিজ্ঞতার কথা বলছিলেন আব্দুল কদ্দুস (৫৩)। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের কাশিচরণ গ্রামে। সে ওই গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে।

৩০ জানুয়ারি সন্ধ্যায় বাঁশিওয়ালার দেখা মিলে গৌরীপুর পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে। চত্বরের পামগাছের নিচে বাঁশির পসরা সাজিয়ে বসে আছেন তিনি। একই সঙ্গে বাঁশি বাজিয়ে চলেছেন একমনে। আর শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছে তার সেই সুর।

সুর থামলে এ প্রতিনিধির সঙ্গে কথা হয় আব্দুল কদ্দুসের। কথায় কথায় জমে গল্প। তার বাঁশিতে বেজে ওঠে নানা রকম সুর। সেই সুরে মন্ত্রমুগ্ধ হয় দর্শনার্থীরা।

কীভাবে বাঁশিওয়ালা হয়ে উঠলেন জানতে চাইলে আব্দুল কদ্দুস বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা গরিব মানুষ। লেহাপড়া করবার পারি নাই। তয় বাঁশি বাজানির লেইগ্যা আমি উতলা ছিলাম। তাই একদিন বাজান আমারে লইয়্যা গেলো সরিষাহাঁটি গ্রামের বিখ্যাত বংশীবাদক ওস্তাদ রইছ উদ্দিনের কাছে। পরে ওস্তাদের বাড়িত থাইক্যা কাইজ-কাম করি। আর রাইতে ওস্তাদ আমারে বাঁশি বাজানির তালিম দিতো। হেরপর ১৩ বৎস্যর বয়সেই আমি বাঁশি বাজানি শিইখ্যা ফেলি। আস্তে আস্তে বাঁশি বানানির কামও শিহি।’

মোহন বাঁশি, নাগিনী বাঁশি, কল বাঁশি, পাতা বাঁশি সহ বিভিন্ন ধরনের বাঁশি তৈরি করতে পারেন কদ্দুস। এসব বাঁশি তৈরির জন্য সুসং দুর্গাপুরের পাহাড়ি এলাকা থেকে ‘তরলা’ বাঁশ কিনে আনেন তিনি। ওই বাঁশ কেটে, রোদে শুকিয়ে, গরম লোহার শলাকা দিয়ে ছিদ্র করে, বার্নিশ করে এক একটি বাঁশি তৈরি করা হয়। প্রতিদিন স্থানীয় হাট-বাজারে ৫ থেকে ৬শ টাকার বাঁশি বিক্রি করেন তিনি। তবে রাজধানী ঢাকায় গেলে প্রতিদিন ২ হাজার টাকার বাঁশি বিক্রি হয় তার।

এক সময় অভাব-অনটনে থাকলেও বাঁশি বিক্রি করে কদ্দুস এখন গ্রামে জমি-বাড়ি করেছে। তার বাবা-মা কেউ বেঁচে নেই। দাম্পত্য জীবনে কদ্দুসের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে নবম শ্রেণিতে পড়ে।

কথা প্রসঙ্গে কদ্দুস জানান, বাঁশি বাজানো শেখানোর জন্য কেন্দুয়া থানার বেকুরহাটি গ্রামে একটি ঘর ভাড়া নিয়েছেন। ৭-৮ জন যুবক প্রতিমাসে ৫শ টাকা দিয়ে বাঁশি বাজানোর তালিম নেয় তার কাছে। এছাড়াও দেশের সাংস্কৃতিক অঙ্গনের লোকজনও অগ্রিম অর্ডার দিয়ে তার কাছ থেকে বাঁশি কিনে নিয়ে যায়।

এরই মাঝে সন্ধ্যা নেমেছে। শীতের প্রকোপের সঙ্গে বইছে ঠান্ডা হিমেল হাওয়া। এমন সময় দর্শনার্থীদের মধ্য থেকে এক ব্যক্তি বলে, ‘কদ্দুস ভাই বাঁশিতে গরম একটা সুর তোলো।’

কথার রেশ টেনে কদ্দুস বলেন, ‘আইজ শীত পড়ছে, শইলডাও জুইত নাই। কড়া সুর উঠবো না।’ এই কথা বলেই বাঁশি হাতে নেয় কদ্দুস। করুণ সুরে বাঁশিতে বেজে উঠে ‘পূবালী বাতাসে, বাদাম দেইখ্যা চাইয়্যা থাকি, আমারনি কেউ আহে রে।’

বাঁশির সুরের মূর্ছনায় বঙ্গবন্ধু চত্বরে সন্ধ্যার আলো রাতের আঁধারে মিলে যেতে থাকে।

   

পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে লরি, মৃত্যু বেড়ে তিন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরের পতেঙ্গা বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছে আরও তিনজন।

শনিবার (১৮ মে) দুপুরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসফিয়া আক্তার (২০) নামের এক তরুণী।

এর আগে, শুক্রবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে পতেঙ্গায় বাটারফ্লাই পার্কের পাশে নিয়ন্ত্রণ হারানো একটি লরির ধাক্কায় পুকুরে চাপা পড়েন তাসফিয়া, তার স্বামী আনিসুজ্জামান সানি, বোন নুসরাত (৩৫) ও বোনের ৪ বছর বয়সী ছেলে নাজমুস সাবিকসহ ৬ জন পথচারী। পরে স্থানীয়দের সহযোহিতায় তাসফিয়া ও তার স্বামী সানিসহ ৫ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর থেকে পুুকুরে লরির নিচে চাপা পড়ে নিখোঁজ সাবিককে রাত ১২টায় মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আর আহত অবস্থায় এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তাসফিয়ার বোন নুসরাত, মো. ইমরান (৮) ও নুরুল আমিন (২১)।

জানা গেছে, তিন মাস আগে বিয়ে করেন সানি-তাসফিয়া। শুক্রবার পতেঙ্গার নাজির পাড়া এলাকায় তাসফিয়ার বড় বোনের বাসায় বেড়াতে আসেন তারা। এদিন বড়বোনের পরিবারের সদস্যদের নিয়ে নেভাল এলাকায় ঘুরতে যায় তারা। ঘুরাঘুরি শেষে সন্ধ্যায় ফুটপাত ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তারা। ওই সময় নিয়ন্ত্রণ হারানো লরিটি তাদের চাপা দিয়ে বাটারফ্লাই পার্কের পাশের পুকুরে পড়ে যায়।

তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। তিনি বলেন, এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় চালক ও তার সহকারীর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। চালকের সহকারী কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, লরিটি মূলত চালক সহকারী কামাল হোসেন চালাচ্ছিল। এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর দিয়ে পুকুরে পড়ে যায়।

;

ঝিকরগাছায় যৌতুকবিহীন ৫০ বিয়ে



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

যশোরের ঝিকরগাছায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যৌতুকবিহীন ৫০ বিয়ে সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৮ মে) দুপুরে এসসিআই বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ও এসসিআই আরব আমিরাতের অর্থায়নে যশোরের ঝিকরগাছা গাজীরদরগাহ কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে এ বিয়ে সম্পন্ন হয়।

খুলনা বিভাগের অসহায়, এতিম ও আর্থিক সংকটে বিবাহ হচ্ছে না, এমন ৫০ জোড়া পাত্র-পাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানের জন্য বরকে একটি করে ভ্যানগাড়ি ও কনেকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। একসঙ্গে সংসার করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও দেওয়া হয়েছে।

গণবিয়ের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্স গাজীরদরগাহ ঝিকরগাছার পরিচালক মুফতি নাসিরুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

গণবিয়ের অনুষ্ঠানে জেলা প্রশাসক আবরাউল হাছান বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে যৌতুক উচ্ছেদের সামাজিক আন্দোলনের সূচনা করতে হবে। যৌতুকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। ইসলামের প্রকৃত আদর্শিক শিক্ষার মাধ্যমে সমাজকে কলুষমুক্ত করতে হবে।

এসময় যৌতুকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের অংশগ্রহণ জোরদার করার আহ্বান জানান তিনি।

;

বিদেশ ভ্রমণের প্রলোভনে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
মার্শাল আর্ট জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটন

মার্শাল আর্ট জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটন

  • Font increase
  • Font Decrease

নবীন খেলোয়াড়দের ভালো সুযোগ ও বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতেন মার্শাল আর্ট জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটন।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়ে খেলোয়ারদের সঙ্গে অনৈতিক কার্যকলাপের কারণে গর্ভবতী হলে তাদের গর্ভপাত করানোর মতো ভয়ংকর কাজও করেছেন রফিকুল ইসলাম ওরফে নিউটন। এমনকি অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে প্রবেশ করে তাদের জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ ও নগ্ন ছবি তুলে রাখতো। এসব কর্মকাণ্ডে রফিকুলকে সহায়তা করত অ্যাসোসিয়েশনের আরেক নারী।

কমান্ডার আরাফাত ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিউটন ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছে। রফিকুল ইসলাম নিউটন একজন জুজুৎসু খেলার প্রশিক্ষক। অ্যাসোসিয়শনের অধিকাংশ প্রশিক্ষণার্থী নারী। যেখানে অভিভাবক হিসেবে এই কোমলমতি মেয়েদেরকে এগিযে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু সেই ব্যক্তি কোমলমতি মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তার হীন চরিত্র চরিতার্থ করার প্রয়াস চালায়।

আরাফাত ইসলাম বলেন, ভুক্তভোগী মামলায় দায়ের করলে আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করে। মামলার এজাহার নামীয় দ্বিতীয় আসামি নারী খেলোয়াড়কে ইতোমধ্যে রাজধানীর শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার মার্শাল আর্ট জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটন এক নারী খেলোয়াড়ের সহায়তায় অন্য নারী খেলোয়াড়দের মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানিসহ জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতো। ভুক্তভোগী নারী গত দুই বছর যাবৎ রফিকুলের অধীনে জুজুৎসু খেলার প্রশিক্ষণ গ্রহণ করে আসছিল। খেলার প্রশিক্ষণকালীন সময় রফিক বিভিন্ন অজুহাতে ভিকটিমকে শারীরিকভাবে হেনস্তা করতো। পরে ভুক্তভোগী প্র্যাকটিস শেষে চেঞ্জিং রুমে পোশাক পরিবর্তন করার সময় গ্রেফতার নারী ভুক্তভোগীকে রুমের মধ্যে আটকে রেখে রফিকুল ইসলামকে ডেকে আনে। পরে রফিকুল ভুক্তভোগীকে ধর্ষণ করে। এরপর গ্রেফতার নারী খেলোয়াড় রুমে প্রবেশ করে মোবাইল ফোনে ভিকটিমের নগ্ন ছবি ধারণ করে এবং কাউকে জানালে ভিকটিমের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। কিছুদিন পর রফিকুল ইসলাম ভুক্তভোগীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাজধানীর একটি ফ্ল্যাটে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

আজ শনিবার রাজধানীর মিরপুর ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনসহ দুজনকে গ্রেফতার করে র‌্যাব।

;

পাথরঘাটায় বজ্রপাতে জেলের মৃত্যু



ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বরগুনার পাথরঘাটায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আসাদুল (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮) বিকেল ৪টার দিকে উপজেলার কাঠাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ (৮) আহত হয়েছে। এবং দুটি গরু মারা গেছে। নিহত আসাদুল কাঠাতলী ইউনিয়নের আলমগীর হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আসাদুল দুপুরের ভাত খেয়ে বিশ্রাম করছিল। আকাশে মেঘ হওয়ায় বাড়ির সামনের মাঠে গরু আনতে যায় আসাদুল ও তার ছেলে। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে আসাদুলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শামীম।

তিনি বলেন, আসাদুল অত্যন্ত গরিব মানুষ। নদীতে মাছ শিকারের পাশাপাশি গরু পালন করতো। মাঠ থেকে সেই গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু হয়।

;