পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আল্টিমেটামের জেরে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে অন্যথায় তার বাসভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্র-জনতার যারা সুপ্রিম কোর্টে ঢুকেছেন আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনার শান্তভাবে অবস্থান করুন। আপনার যেই দাবিতে এখানে এসেছেন, যে ক্ষোভ থেকে আপনারা এখানে এসেছেন। সেই দাবি অচিরেই পূর্ণ হচ্ছে বলে আমি খবর পেয়েছি।

তিনি আরও বলেন, আপনারা শান্তভাবে অবস্থান করেন কোনো সমস্যা নাই। কিন্তু অবস্থাতেই সুপ্রিম কোর্টের কোনো ক্ষতি করবে না। এখানে আমাদের জাতীয় জীবনের, আমাদের মানুষের মৌলিক অধিকার সংক্রান্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ দলিল আছে। এটা যদি কোনো রকম ধ্বংসযজ্ঞ করা হয় এটা জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি হবে। আমাদের ইমেজ নষ্ট হবে। আপনারা শান্তভাবে অবস্থান করেন। আপনার যে দাবিতে এখানে এসেছেন সেটা খুব দ্রুত পূরণ হবে বলে আমি খবর পেয়েছি।

বিজ্ঞাপন

সকালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডাকা হলেও পরে সেটি অনুষ্ঠিত হয়নি। প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে এই ফুল কোর্ট সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজকের ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান তিনি।