শিক্ষার্থীদের হাইকোর্ট ছাড়ার আহ্বান সেনাবাহিনীর

  • স্টাফ করেসপন্ডেন্ট ,বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধান বিচারপতি পদত্যাগের ঘোষণা

প্রধান বিচারপতি পদত্যাগের ঘোষণা

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেয়ার পর শিক্ষার্থীদের হাইকোর্ট ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

শনিবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় প্রধান বিচারপতি পদত্যাগ করার ঘোষণা আসার পর হাইকোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের চলে যেতে অনুরোধ জানান হাইকোর্ট এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর লে. কর্ণে. রেজওয়ানুজ্জামান খান।

বিজ্ঞাপন

এসময় তিনি মাইকে বলেন, আপনারা সুষ্ঠু বিচারের জন্যই এ আন্দোলন করছেন। প্রধান বিচার পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। আপনারা এখন এ জায়গা থেকে সরে যান। এতো ভিড়ের মধ্যে যেকোনো অঘটন ঘটাতে পারে। তাতে বিচারশালা ক্ষতিগ্রস্ত হবে ও আপনাদের আন্দোলন বাধাগ্রস্ত হবে। আপনারা সরে যান।