কটিয়াদীতে শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন ও ট্রাফিক নিয়ন্ত্রণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

আগের মতো নেই চিরচেনা যানজট। সড়কে ফিরে এসেছে শৃঙ্খলা। ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। অপরিচ্ছন্ন না করতে করা হচ্ছে সচেতনতা। কদিন আগেও দেয়াল ছিলো নোংরা। এগুলো পরিস্কার করে সৌন্দর্য বর্ধণে শিক্ষার্থীরা গ্রাফিতি অংকন শুরু করেছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে শনিবার (১০ আগষ্ট) এই কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি অংশ। এসময় হাসপাতাল গেইটে জাতীয় পতাকা, মেধাবীদের জয়, আন্দোলনে গুলিতে নিহত মীর মুগ্ধকে স্বরণ করে তার নামে গ্রাফিতি অংকন করতে দেখা যায়।

বিজ্ঞাপন


সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। ২০-৩০ জন মেয়ে শিক্ষার্থী দেয়াল পরিষ্কার করে রং দিচ্ছে। কেউ গ্রাফিতি অংকন করছে। এছাড়া গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।

বিজ্ঞাপন

এসময় নেতৃত্বে থাকা অনিকা ইসলাম তমা বার্তা ২৪.কম'কে বলেন, 'আমরা নিজ উদ্যোগে গ্রাফিতি অংকন করার কাজ শুরু করেছি। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে আমরা এটি করব। এর মাধ্যমে দেশ এবং নিহত শিক্ষার্থী-জনতাকে স্বরণ করছি। স্বাধীন বাংলাদেশের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলছি আমরা। এই ত্যাগ এবং চেতনা সবসময়ই জাগ্রত থাকুক এটাই চাই।'

আবির হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, 'আমরা নিজ উদ্যোগে ময়লা পরিষ্কার এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি। সুন্দর দেশ গঠনে নিরলসভাবে কাজ চালিয়ে যাব।'