মাগুরায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

মাগুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত পুলিশি কার্যক্রম চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামীকাল রবিবার থেকে পুলিশ প্রশাসন স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা।

শনিবার (১০ আগস্ট) দুপুরে মাগুরার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল এএম রকিবুল কবির এবং মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের উপস্থিতিতে পুলিশি কার্যক্রম নিয়মিত করণের বিষয়ে সাংবাদিকদেরকে নিশ্চিত করেন মাগুরা পুলিশ সুপার।

বিজ্ঞাপন

মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা বলেন, বিগত দিনগুলোতে মাগুরা পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। তারপরও ছাত্র আন্দোলন চলাকালে মাগুরায় পুলিশ সদস্যদের অনেকে আহত হয়েছেন। শহরের ভায়নার মোড়ে ২০ পুলিশ সদস্যকে আটকে রাখা হয়। তাদের উদ্ধার করতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি মাগুরার সাধারণ মানুষ, ছাত্র সমাজ সহযোগিতা করেছেন। তাদের কাছে পুলিশ প্রশাসন কৃতজ্ঞ।

১১ দফা বাস্তবায়নের দাবিতে সারা জেলাতে পুলিশ কর্মবিরতি চালিয়ে আসছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জেলার উর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেছেন। বাকিরাও রবিবার থেকে কাজে যোগদান করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

পুলিশ সুপারের বক্তব্যের আগে মাগুরার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল আবদুল্লাহ মোহাম্মদ রকিবুল কবির বলেন, সবার উপরে দেশ। সবার উপরে আমাদের পতাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবখানেই সেনা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ শুরু করেছি। স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগিতায় শিগগিরই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছি।

সাংবাদিকদের সম্মেলনে উপস্থিত মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, আমরা দেশকে ভালোবাসি। অতীতেও মাগুরার সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করেছে। একসাথে কাজ করে আমরা সবার আগে মাগুরাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে চাই।