১৫ আগস্টে ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে দেশের মানুষকে আহ্বান জয়ের

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয়

আসছে ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে গিয়ে ফুল দিয়ে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে দেশের সাধারণ মানুষকে আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। 

রোববার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। 

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় জয় বলেন, আপনারা জানেন, আপনারা দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমার পুরো পরিবারকে হত্যা করা হয়। যে বাসায় ৭৫ খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি। যে বাসা এতো দিন উনার (বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল। সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, তিনি হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, পাকিস্তান হয়ে থাকতাম। সামনে ১৫ আগস্ট, সেই কালো রাত, যেই রাতে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালির জাতির কাছে, আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, দেশকে ভালোবাসেন, যেই বাংলাদেশে বাস করছেন- এটাকে মেনে নেন, তাহলে শান্তিপূর্ণভাবে ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন আর দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য।’

বিজ্ঞাপন