রাঙামাটিতে এসপির নেতৃত্বে কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটিতে কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

রাঙামাটিতে কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

সরকার পতনের পর টানা কর্মবিরতিতে থাকা রাঙামাটির কয়েক হাজার পুলিশ সদস্য সরকারের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন।

সোমবার (১২ আগস্ট) দুপুরে রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্সে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম (বার) এর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করে পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু রাঙামাটি কোতয়ালী থানা নয়। জেলার ১২টি থানায় এক যোগে কাজে যোগদান করেন পুলিশ কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘদিন পর পুলিশ ফাঁড়িতে ফিরে এসেছে কর্ম ব্যস্ততা। সচল হয়েছে থানার কার্যক্রম।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, জনগণকে সাথে নিয়ে কাজ করবে পুলিশ বাহিনী। পাহাড়ি এ অঞ্চলে সাধারণ মানুষের জানমাল রক্ষাতে পুলিশ সবসময় প্রস্তুত ছিল। রাঙামাটি জেলায় শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি।