কারো পেটে লাথি মারা উচিত না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ কর্মকর্তারা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, কারো পেটে লাথি মারা উচিত না।

তিনি বলেন, বিগত সরকারের যথেচ্ছাচারিতার কারণে এই পুলিশদের চাকরিচ্যুত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন লোকের চাকরি খাওয়া মানে পুরো ফ্যমিলি নষ্ট করা। এখানে শুনছিলাম একজন কনস্টেবল হয়ে রিকশা চালায় দুঃখজনক। আমার একার সিদ্ধান্তে কিছু হবে না। আইজি, সচিবদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে এদের দুই হাজার লোকের পেটে লাথি মারা ঠিক নয়। এরা অনেক কষ্ট করে ট্রেনিং করে চাকরি পেয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরছে । তারা যদি কোন অন্যায় করে থাকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। কিন্তু পুলিশের গায়ে যদি কেউ হাত দেয় সর্বোচ্চ আইন ব্যবহার করে প্রতিরোধ করা হবে।

পুলিশের পোশাক পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশদের দাবি তাদের পোশাক পরিবর্তন করা হোক। পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তন করা হবে কিন্তু সেটা সময়সাপেক্ষ ব্যাপার।