গণভবন থেকে অর্থ লুট, ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, সেনাবাহিনীর উদ্ধার
গণভবনের পাশ থেকে একটি ব্যাগ থেক্র ৮ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। টাকাগুলি গণভবন থেকে লুট করা বলে জানা গেছে।
সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।
গণঅভ্যুত্থানের পর সরকার পতন হলে জনসাধারনের গণভবনে প্রবেশ বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চে জনরোষের তোপের মুখে গণভবন ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই হাজার হাজার ছাত্র-জনতা প্রবেশ করে গণভবনে। সেখান থেকে যে যা পেড়েছে নিয়ে গেছে। টাকা-কড়ি থেকে শুরু করে বাগানের গাছও বাকি রাখেনি কেউ।
তবে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ৪-৫ জনের একটি দলের কপাল যেন একাদশে বৃহস্পতি ছিল। অন্যরা যেখানে ইট-পাথর পেয়েছে সেখানে তারা পেয়েছে এক সিন্দুক। বাড়িতে আনার পর সিন্দুকের ভিতরে পেয়েছে ১৬ লক্ষ টাকা।
কিন্তু এই টাকার ভাগাভাগি নিয়েই বেধেছে আসল বিপত্তি। সমবণ্টন না করে এক জন সদস্য প্রায় অর্ধেক টাকা নিয়ে উধাও। বাকি টাকাগুলোও ছিলো অন্য একজনের কাছে। তবে দলের অন্যান্য সদস্যদের থেকে চাপ পাওয়ার কারণে তিনি আর এই টাকা কাউকেই ভাগ করে না দিয়ে সেনাবাহিনীকে জানান।
পরবর্তীতে মোহাম্মদপুর এলাকায় টহলে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির এই টাকা উদ্ধার করেছেন। একই সাথে বাকি টাকাগুলোও উদ্ধার করার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন তিনি।