শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে পুরস্কৃত দুই শিশু

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

লুট হওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে পুরস্কৃত দুই শিশু

লুট হওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে পুরস্কৃত দুই শিশু

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে তানভীর (১৩) ও ইয়াছিন (১০) নামে দুই শিশু পুরস্কৃত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমানের হাতে কুড়িয়ে পাওয়া একটি বিদেশি রিভলবার এবং রাইফেল ও বন্দুকের ২৪ রাউন্ড গুলি তুলে দেয় তারা।

পুরস্কৃত শিশুরা হলো, উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের আলমগীর হোসেন ও জোবেদা বেগমের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, খেলার সময় বাড়ির পাশের বাঁশ বাগানের মধ্যে এসব গুলি ও অস্ত্র দেখতে পায় শিশু দুটি। পরবর্তীতে সাংবাদিকদের সাথে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় যেয়ে জমা দেয়। এসময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদেরকে পুরস্কৃত করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দুই শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব।