রাজশাহী কলেজ হোস্টেল থেকে দেশীয় অস্ত্র-ককটেল-মাদক উদ্ধার
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বুধবার (১৪ আগস্ট) সকাল ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত হল প্রশাসনের উপস্থিতিতে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন কক্ষ থেকে ককটেল, চাকু, রড, লোহার পাইপ, লোহার হাতুড়ি, বিদেশি মদের বোতল, গাঁজা খাওয়ার সরঞ্জাম, বাঁশের লাঠি, কাঠের লাঠি ও বেতের লাঠি উদ্ধার করা হয়।
তল্লাশির সময় উপস্থিত থাকা শিক্ষার্থীরা জানান, ছেলেদের হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে দেশীয় অস্ত্র, মাদক আছে এটা অনেক আগে থাকেই শিক্ষার্থীরা জানতেন। কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারেননি। কলেজে যেকোনো তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীরা এগুলো ব্যবহার করতেন। এসব অস্ত্র এবং মাদক উদ্ধারের জন্য হল প্রশাসন ও যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন শিক্ষার্থীরা।
রাজশাহী কলেজ হোস্টেলের হোস্টেল সুপার গোলাম রব্বানী বলেন, আমি আজকে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই পলিটিক্যাল রুমগুলো দেখতে বের হই। এক পর্যায়ে আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের রুমে ককটেল দেখতে পাই। তখন সাথে সাথেই আমরা সেনাবাহিনীসহ সকল বাহিনীকে বিষয়টি অবগত করি। পরবর্তীতে তাদের বিস্ফোরক ইউনিট এসে ককটেলগুলো নিস্ক্রিয় করে।
শিক্ষার্থীদের আন্দোনের মুখে সদ্য পদত্যাগ করেছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারীরা শিক্ষার্থীদের আন্দোলন থামাতে এইসব অস্ত্র ব্যবহার করতে চেয়েছিল। পরবর্তীতে কলেজ হোস্টেল বন্ধ হয়ে গেলে তারা আর এই জঘন্য কাজগুলো করতে পারেনি। আজকে সাধারণ শিক্ষার্থীরা হোস্টেলে এসে এগুলো দেখতে পেয়ে আইনশৃংখলা বাহিনী ও সেনাবাহিনীকে খবর দেয়। পরবর্তীতে তারা এসে ককটেলগুলো নিস্ক্রিয় করে দেশীয় অস্ত্র গুলো জব্দ করে।
তিনি আরো জানান, বহুদিন ধরে ক্যাম্পাস গুলোতে ক্ষমতাসীনদের প্রভাবে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল এই সুযোগে ছাত্ররা যেন তাদের কাঙ্খিত নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে পারে এবং পরবর্তীতে কখনোই যেন এই ধরনের অসুস্থকর পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ূন কবির বলেন, আমরা সকাল ১১ টার দিকে খবর পাই যে কলেজ হোস্টেলে ককটেল আছে। পরবর্তীতে সেনাবাহিনী ও র্যাব এর সাহায্যে উদ্ধারকৃত ১০টি ককটেল সেখানেই নিস্ক্রিয় করা হয়। এবং দেশীয় অস্ত্র সহ মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়।